৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, সন্ধ্যা ৬:৪৩



আজ : ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : ডিসেম্বর ২২, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    শাহবাগ ছেড়েছেন ট্রেইনি চিকিৎসকরা, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করা ট্রেইনি চিকিৎসকরা আপাতত অবরোধ প্রত্যাহার করে শাহবাগ ছেড়েছেন। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা।

    বিকালে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম শাহবাগ মোড়ে এসে ‘ডাক্তারদের সঙ্গে সত্যিই অন্যায় হচ্ছে’ বলে সংহতি প্রকাশ করে বলেন, ‘আপনাদের দাবি যৌক্তিক, আমি আপনাদের দাবি নিয়ে কথা বলবো। এতো কম ভাতা কোনও দেশে নেই।’ এ সময় তিনি জনভোগান্তি কমাতে আপাতত অবরোধ স্থগিত করার অনুরোধ জানান।

    এরপর বিএসএমইউর ট্রেইনি ডাক্তার জাবির হোসেন বলেন, ‘আমরা আপাতত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি। তবে আমাদের কর্মবিরতি চলমান থাকবে। অবরোধ আপাতত আগামী বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত স্থগিত। আমরা আশা করি, এর মধ্যে প্রজ্ঞাপন পাবো এবং কর্মবিরতি প্রত্যহার করে কাজে ফিরবো। যদি তা না করা হয়, আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’