৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, দুপুর ১:৩৭



আজ : ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : ডিসেম্বর ১৭, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    ‘জঙ্গিরা দখল নিয়েছে সিরিয়ার’, বিবৃতিতে ক্ষমতাচ্যুত আসাদ

    আন্তর্জাতিক ডেস্ক । নিউজনেক্সটবিডি.কম

    সন্ত্রাসবাদীরা দখল নিয়েছে সিরিয়ার, ক্ষমতা হারানোর পর প্রথমবার মুখ খুললেন বাশার আল আসাদ। মস্কো থেকে এক বিবৃতিতে ‘পরিকল্পিত’ ভাবে দেশত্যাগের বিষয়টি অস্বীকার করেন সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট। জানান, শেষ মুহূর্তে পরিস্থিতি বিবেচনা করেই দেশে ছেড়েছেন তিনি। খবর এএফপি সূত্রে।

    বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাশার আল–আসাদ বিবৃতিতে বলেন, দেশ থেকে পালানোর কোনো ইচ্ছা ছিল না। শেষ মুহূর্তে পরিস্থিতি বিবেচনা করে দেশ ছাড়তে বাধ্য হয়েছি। সিরিয়া এখন জঙ্গিরা দখল করে নিয়েছে।

    ২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার আল–আসাদ। তাঁর দীর্ঘ ২৪ বছরের স্বৈরশাসনের অবসান হয় গত ৮ ডিসেম্বর। বিদ্রোহীদের অব্যাহত অভিযানের মুখে দামেস্ক ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান তিনি। বাশার আল–আসাদ এখন সপরিবারে মস্কোয় রয়েছেন।

    এএফপি বলেছে, দেশ ছাড়ার পর প্রথম বিবৃতি দিলেন বাশার আল–আসাদ। বিবৃতিতে তিনি বলেছেন, ‘সারা সিরিয়ায় সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছিল। ৭ ডিসেম্বর সন্ধ্যায় দামেস্কে পৌঁছে গিয়েছিল জঙ্গিরা। প্রেসিডেন্ট ভাগ্য ও অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছিল। জিহাদীদের জঙ্গিবাদকে বিদ্রোহীদের সংগ্রাম বলে চালাতে প্রচুর ভুয়া তথ্য ও ভুল খবর ছড়ানো হয়েছিল।’

    আসাদ তাঁর বিবৃতিতে আরও বলেন, ‘দামেস্কে বিদ্রোহীরা প্রবেশ করার পরদিন ৮ ডিসেম্বর সেনাঘাঁটি থেকে রুশ সেনার সাহায্যে মস্কো উড়ে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। যদিও দেশত্যাগ বা পদত্যাগ করার কথা কখনোই ভাবিনি। বরং জঙ্গিদের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালাতে চেয়েছি।’

    আসাদ এখন মস্কোতে রাজনৈতিক আশ্রয়ে থাকলেও সিরিয়ার সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি বাশার আল আসাদ।