ফেনীতে জুলাই আগস্ট অভ্যুত্থানের শহিদ দশ পরিবারকে আর্থিক অনুদান
ফেনী প্রতিনিধি: ফেনীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ দশ পরিবারের মাঝে জেলা পরিষদ, ফেনীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। মঙ্গলবার ( ১৫ এপ্রিল) স্থানীয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে
শহীদ পরিবারের দশ জনের মাঝে অনুদান প্রদান করা হয়।এর মধ্যে শহিদ পরিবারের প্রত্যেককে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা করে মোট ২০,০০,০০০ (বিশ লক্ষ) টাকা হস্তান্তর করা হয়
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজ নাহিদা আক্তার তানিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।