সংস্কার প্রস্তাবে লিখিত মতামত জমা দিয়েছে গণফোরাম ও জমিয়তে উলামায়ে ইসলাম
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবের উপর লিখিত মতামত জমা দিয়েছে গণফোরাম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ নিয়ে মোট ৩৪টি দল তাদের মতামত দিয়েছে। এদিকে লিখিত মতামতের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক সংলাপ হবে বলে জানাগেছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রোববার রাজধানীর সংসদ ভবনস্থ কমিশনের কার্যালয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে পৃথকভাবে দুই রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের লিখিত মতামত পেশ করেন। এ সময় কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। গণফোরামের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি দল মতামত জমা দেয়। এ সময় তারা সংস্কার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
সূত্র আরো জানায়, সংস্কার সুপারিশ চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশন গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। ইতোমধ্যে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে। আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে সংলাপে বসবে ঐকমত্য কমিশন। এরআগে আগামীকাল মঙ্গলবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) বাংলাদেশ ও বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সঙ্গে সংলাপের সময় নির্ধারিত হয়েছে। আগামী মাসে এই সংলাপ শেষ হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন সংস্কারে গঠিত পাঁচটি কমিশনের ১৬৬ সুপারিশে ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চায় কমিশন। লিখিত মতামতের পাশাপাশি আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে কমিশন। আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হবে, সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতিতে জুলাই সনদ স্বাক্ষরিত হবে।