১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার, সকাল ৮:৫৪



আজ : ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার প্রকাশ করা : এপ্রিল ১০, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    বিষাদগ্রস্ত যুবলীগ নেতার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহনন

    নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মো আশিকুর রহমান (৩০) নামের এক যুবলীগ নেতা আত্মহত্যা করেছেন।

    বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার জাতীয় বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশিকুর রহমান গত সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন।

    মৃত আশিকুর রহমান উপজেলার দড়িগাঁও এলাকার মোশাররফ হোসেনের মেজো ছেলে। তিনি সম্ভুপুরা আওয়ামী যুবলীগের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

    স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন আশিকুর রহমান। তখন তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে তার আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা। কেউ কেউ বলছেন হাসিনার পতনের পর সব কিছু নিয়ে বিষাদগ্রস্ত ছিলেন তিনি।

    সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, যুবলীগ নেতা আশিকুর রহমান তিন দিন আগে শরীরে আগুন দেন। তাকে জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করার পর তিনি আজ মারা গেছেন।