১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার, বিকাল ৩:২৮



আজ : ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : এপ্রিল ৯, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    জুলাই সনদের আলোকেই আগামী জাতীয় নির্বাচন হবে: অধ্যাপক আলী রীয়াজ

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজনৈতিক দল ও জনমতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই সনদ প্রকাশ করবে তার আলোকেই আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, স্বাধীনতা উত্তরকালে এই প্রথমবারের মত আমরা রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সকলের অংশগ্রহণের একটা পথ পদ্ধতি তৈরি করেছি। এটা সম্ভব হয়েছে এই দেশের গণমানুষের সংগ্রামের কারণে।

    আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যর সঙ্গে সংলাপের শুরুতে এ সব কথা বলেন তিনি। নাগরিক ঐক্যর প্রেসিডিয়াম সদস্য জিল্লুর চৌধুরী দীপু নেতৃত্বে ১০ সদস্যদের একটি প্রতিনিধিদল এই সংলাপে অংশ নেন। এ সময় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

    সংলাপে অধ্যাপক আলী রীয়াজ বলেন, এই সংলাপের মধ্য দিয়ে আমরা একটা জায়গায় দাঁড়াতে পারবো, যেখানে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারবো। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ১৪ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে চাই। তিনি বলেন, এর একটি অন্যতম লক্ষ্য হচ্ছে জুলাই সনদ, যাতে আগামীর বাংলাদেশের একটি পথরেখা তৈরি হয়। এরই একটি অংশ হিসেবে নির্বাচন হবে। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে জুলাই সনদের একটা বড় রকমের ভুমিকা থাকবে। জাতীয় সনদের একটা বড় রকমের ভুমিকা থাকবে, এটা আমরা আশা করি। তিনি আরো বলেন, আমরা পথ খুঁজছি যাতে করে আমাদের লক্ষ্যগুলো অর্জনের পথ আমরা সুনির্দিষ্ট করতে পারি। একত্রে অগ্রসর হতে পারি, ঐক্যর মধ্য দিয়ে আমরা অগ্রসর হতে পারি।

    এ সময় নাগরিক ঐক্যর প্রেসিডিয়াম সদস্য জিল্লুর চৌধুরী দীপু বলেন, বিগত চুয়ান্ন বছর থেকে, স্বাধীনতার পর থেকে এই দেশের মানুষের স্বাধীনতার আর গণতন্ত্রের আকাংঙ্খাগুলো শুধু মুখের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দীর্ঢ় ৫৪ বছর পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে বর্তমান সরকার সে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাঙ্খিত গণতন্ত্র মানুষের আইন পাওয়ার অধিকার সুশাসনের অধিকার অর্থাৎ শতভাগ গণতন্ত্র মানুষ অর্জন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি।

    ঐকমত্য কমিশনের দেওয়া স্প্রেড শিটে’ (ছক আকারে) মতামত চাওয়ার বিষয়ে তিনি বলেন, কমিশনের দেওয়া স্প্রেড শিটে আমরা ১৬৬ টার মধ্যে ১১৪ টাতে একমত হয়েছি, ১১টিতে আংশিক একমত হয়েছি। বাকিগুলোতে একমত হতে পারিনি। আশা করি আলোচনায় আপনাদের ব্যাখ্যা জানতে পারবো।

    উল্লেখ্য, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনে ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন সংস্কারে গঠিত পাঁচটি কমিশনের ১৬৬ সুপারিশে ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চায় কমিশন। এতে ২৯টি দল তাদের মতামত দিয়েছে। মতামত দেওয়া দলগুলোর সঙ্গে গত ২০ মার্চ থেকে প্রথম দফার সংলাপ শুরু হয়েছে। এরআগে এলডিপি, খেলাফত মজলিস, লেবার পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির সঙ্গে সংলাপ করেছে কমিশন। রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হবে, সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতিতে সই হবে জুলাই সনদ।

    এদিকে আজ বুধবার বিকল্পধারা ও গণঅধিকার পরিষদ লিখিত মতামত জমা দিবে বলে জানা গেছে।