-
শাশুড়িকে কুপিয়ে জখম করেছে জামাতা
-
রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যকে পিটিয়ে হত্যা
-
ইউএনও’র স্বাক্ষর জাল, তিন মাদ্রসা শিক্ষকের বিরুদ্ধে মামলা
-
কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ
কক্সবাজার অফিস:
কক্সবাজারে চুরির অপবাদ দিয়ে এক শিশুকে বেদম মারধর করা হয়েছে। এঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। নির্যাতিত শিশুটি সদর হাসপাতালে আঘাতের যন্ত্রণায় ছটফট করলেও কোনো অপরাধী ধরা পড়েনি এ পর্যন্ত।রামু উপজেলার খুনিয়া পালং মধ্যম ধেছুঁয়া পালং রাবেতা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটির নাম আল আমিন। তার বয়স ১১ বছর। রবিবার তারাবির নামাজের পর বাড়িতে যাওয়ার পথে আবদুর রহিম চৌধুরীর ছেলে মাহমুদুল করিম রানার নেতৃত্বে বখাটে একদল ছেলে, আল ফুয়াদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এহেছান, মাহমুদুল করিম রুবেল এবং রেজাউল করিম মাস্টার শিশুটিকে তুলে নিয়ে যায়।
তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে রুমের ভিতর চোখ বেঁধে নির্মম নির্যাতন করে। শিশুটির চিৎকারে পথচারী লোকজন থেকে খবর পেয়ে ৯৯৯ এ ফোন দেন তার স্বজনরা। রামু থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে। শরীরের অবস্থা সংকটাপন্ন বুঝতে পেরে শিশুটিকে সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন।