২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, রাত ৩:২১



আজ : ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : নভেম্বর ২৯, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ যুবদল নেতা মিল্টন আটক

    চুয়াডাঙ্গা প্রতিনিধি :

     

    চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অভিযান চালিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি যুবদল নেতা সেলিম মেহফুজ মিল্টনকে (৪৫) আটক করেছে সেনাবাহিনী। আটক সেলিম মেহফুজ মিল্টন দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুস সালাম মাস্টারের ছেলে এবং দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক।

     

    গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। আটকের পর মিল্টনের কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

     

    বাংলাদেশ সেনাবাহিনীর ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের কর্মকর্তা আশহাব আল রাফিদ জানান, আটক মিল্টনের বিরুদ্ধে স্বর্ণ ও মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র এবং অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের একটি দল গত বুধবার (২৭ নভেম্বর) গভীর রাতে তাকে আটক করে তল্লাশি চালায়।

     

     

    তিনি আরো জানান, মিল্টনের বাড়ি থেকে সেনা সদস্যরা চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন। ৫ আগস্টের পর থেকে মিল্টন এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিলেন।