রাঙামাটির বাঙালহালিয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়া ডাকবাংলো এলাকায় পর্যটকবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাই মে মারমা (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা আরো চার যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত পাই মারমা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বান্দরবানগামী একটি পর্যটকবাহী বাসের বাঙালহালিয়া ডাকবাংলোপাড়ায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পাইমে মারমা নামে ওই নারী নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, বাসসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।