-
বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে : তারেক রহমান
-
ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু
-
উপকূলে গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ
-
কুয়াশায় চলাচলে সতর্ক থাকার পরামর্শ
জাফর আলম, কক্সবাজার ব্যুরো:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। রবিবার (১৬ মার্চ) বিকেল ৫ টার দিকে পালংখালী এলাকার হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ই-৩ ব্লক ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন।তিনি জানান, নিহত রোহিঙ্গা যুবকের নাম হাবিজুল রহমান প্রকাশ চিকন আলী হারুন (৩২) । তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, হাকিমপাড়া ১৪ ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানা এলাকায় আরসা সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজন সদস্য হাবিজুল রহমানের ওপর হামলা করে। তারা হাফিজুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। তিনি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সক্রিয় সদস্য।
হাবিজুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনার পরই অভিযান চালিয়ে জড়িত সন্দেহে বাদশাহ মিয়া নামের একজনকে আটক করেছে ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন।১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন বলেন, কেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।