১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, রাত ৪:২০



আজ : ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : মার্চ ১২, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন মাহমুদউল্লাহ রিয়াদ

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

    মিস্টার ডিপেন্ডেবল, ভরসার নাম, দ্য ওয়াল – যে কোনো রূপক নাম ও তার বিশ্লেষণে মাহমুদউল্লাহ রিয়াদের অবদান বর্ণনা করা অনেক ক্ষেত্রেই যথেষ্ট নয়। একসাথে বেড়ে ওঠা বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক মানের ৫ ক্রিকেটারের মধ্যে সব চেয়ে কম ‘এক্সপোজার’ পাওয়া এ ক্রিকেটার বিজ্ঞাপনের মাইলেজ ফ্যাক্ট না হতে পারলেও বাংলাদেশ ক্রিকেটে সব চেয়ে পেশাদার ও সফল ছিলেন।

    ধারণা আগেই ছিল এবার ঘোষণা এলো নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্যারিয়েইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান অভিজ্ঞ তারকা ক্রিকেটার।

    ২৩৯টি ওয়ানডে খেলা মাহমুদউল্লাহ তিন ফরম্যাট মিলিয়ে মোট ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

    ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ওয়ানডে ম্যাচ দিয়ে মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন। জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচও ছিল ওয়ানডে ফরম্যাটে—গত ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির খেলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

    বিদায় বার্তায় তিনি সামজিক মাধ্যমকে লিখেছেন, ‘সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞ, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।

    একটি বিশেষ ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুরকে। আর সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমার ভাই এমদাদ উল্লাহর প্রতি, যিনি ছোটবেলা থেকে আমার কোচ ও পরামর্শক হিসেবে আমার পাশে ছিলেন। এছাড়াও, আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ জানাই, যারা সব সময় আমার শক্তি হয়ে পাশে থেকেছে। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজের জার্সিতে খুব মিস করবে।

    সবকিছু সবসময় পরিপূর্ণভাবে শেষ হয় না, তবে যা ঘটে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ।

    আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা রইলো।’

    উল্লেখ্য, দুই দিন আগে কেন্দ্রীয় চুক্তি ঘোষণার আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এই অলরাউন্ডার। তখনই বোঝা যাচ্ছিলো, যে কোনও সময় অবসরের ঘোষণা দিতে পারেন তিনি। অবশেষে বুধবার রাতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন।

    একদিনের ক্রিকেটে ৩৬.৪৬ গড়ে ৪ সেঞ্চুরি ও ৩২ হাফ সেঞ্চুরিতে তার রান ৫ হাজার ৬৮৯। বল হাতে নিয়েছেন ৮২ উইকেট।

    টি টুয়েন্টি ফরম্যাটে ১৪১ ম্যাচে ২৩.৫০ গড়ে ২ হাজার ৪৪৪ রান করেন তিনি। স্ট্রাইক রেট ১১৭.৩৮। বল হাতে নিয়েছেন ৪১ উইকেট।

    ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার। এই ফরম্যাটে ৫০ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ১৬ হাফ সেঞ্চুরিতে মাহমুদউল্লাহর রান ২ হাজার ৯১৪। টেস্টে তার শিকার ৪৩ উইকেট।