১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, সন্ধ্যা ৭:৩৭



আজ : ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : মার্চ ১২, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    বরিশালে বাসের ধাক্কায় ভ্যান উল্টে দুজন নিহত

    বরিশাল প্রতিনিধি :

    বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ভ্যান উল্টে গিয়ে চালক ও যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার মদিনা মার্কাজ বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের ভ্যানচালক স্বপন খান (৬০) এবং গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক (৪৭)।

    গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, দুর্ঘটনার সময় স্বপন খান তার ভ্যানে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথে মদিনা বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি দ্রুতগতির বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে গিয়ে চালক ও যাত্রী দুজনই গুরুতর আহত হন।

    দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

    গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    ওসি আমিনুর রহমান আরো বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়। চালক ও বাস শনাক্তে আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।