-
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন
-
স্মরণে ক্রীড়া সংগঠক আরফাত রহমান কোকো
-
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন নাসিমুল গনি
-
মুশফিকের অবসর ভিডিও বার্তায় তামিমের স্মৃতিচারণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা তিতুদহ ইউনিয়ন পরিষদের অদূরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক (৪৮) নামে এক নেতা নিহত হয়েছেন। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে রফিকুল ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরো চার জন আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
টিসিবির পণ্য বিতরণ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত বফিকুল ইসলাম আব্দুর রহিমের ছেলে ও চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস নিউজনেক্সটকে জানায়; মামলার প্রস্তুতি চলছে, নিহত ব্যাক্তির আপন ভাইও আহত তাই তাঁরা হাসপাতাল ও অন্য পক্রিয়া শেষ করে থানায় আসবে।