রাজশাহীতে বিএনপির ২ গ্রুপের ৪ ঘণ্টা সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মহানগরী দড়িখরবোনা এলাকায় বিএনপির দুই গ্রুপ সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় সিটিএসবি’র এক সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। আহতরা হলেন, শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্লা, গোবরা গ্রামের বিএনপি কর্মী নিউটন গাজী এবং একই গ্রামের বিএনপিকর্মী সৈয়দ ওয়াজেদ আলী। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে বিএনপিকর্মী সৈয়দ ওয়াজেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। অপর দুজন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হোসেন জানান, সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। সংঘর্ষের কারণ জানতে পুলিশ কাজ করছে।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে বেশ কিছু নেতাকর্মী বসেছিলেন। এসময় ৩টি মোটরসাইকেলে এসে তাদেরকে লক্ষ্য করে অতর্কিতভাবে তিনটি বোমা হামলা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হন তিন নেতাকর্মী।