-
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে : সালাহউদ্দিন আহমেদ
-
নিখোঁজ কিশোরী সুবার সন্ধান মিলল নওগাঁয়
-
টেকনাফ পাহাড় থেকে ৫ কাঠুরিয়াকে অপহরণ
-
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
জামালপুর প্রতিনিধি :
জামালপুরে সদর উপজেলায় ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা তাদের বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- হাজীপুর ফকির পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৩) ও নজরুল ইসলামের ছেলে মো. ফরমান (৪২) তার তিনজনই একই এলাকার বাসিন্দা।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির সঙ্গে জড়িত। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।