ফরহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ
নিষ্ক্রিয় পেট্রোল বোমা, ছবি – সংগৃহীত।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার পর রাজধানীর মোহাম্মদপুরে প্রবর্তনা নামের একটি প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন পেট্রোল বোমা ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে।
অর্গানিক ভোগ্যপণ্য ও কৃষিপণ্যের জন্য প্রবর্তনা নামের এ প্রতিষ্ঠানটির ভোক্তা পর্যায়ে বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। কবি, দার্শনিক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার ও অর্থনীতিবিদ ফরিদা আখতারের প্রতিষ্ঠান মালিক।
উল্লেখ্য, ফরিদা আখতার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) নিউজনেক্সট কে জানান, আমরা পেট্রোল বোমা পেয়েছি। সেগুলো ইতোমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।