-
এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ নিহত ২
-
জাপানে শক্তিশালী ভূমিকম্প পরে সুনামি সতর্কতা
-
‘স্বাধীন দেশে নিরাপদ নই কেন’
-
ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে ঢাকায় পিটার হাস
জাফর আলম, কক্সবাজার ব্যুরো:
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’। বুধবার (৫ মার্চ) দুপুরে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।
জেলে ও ট্রলার মালিক সমিতি বলেছে, যে ছয়টি ট্রলার নিয়ে গেছে তার মধ্যে মোহাম্মদ শফিকের দুটি, বশির আহমদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন ও আবদুর রহিমের একটি ট্রলার রয়েছে। এসব ট্রলারে ৫৬ জেলে রয়েছেন।
আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে।সাবরাং ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, সেন্টমার্টিনের দক্ষিণে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া ও মিস্ত্রি পাড়ার ছয়টি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
সাগর থেকে ফিরে আসা জেলেদের বরাতে শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে সাগরে মাছ ধরার সময় আমার মালিকানাধীন একটিসহ ছয়টি ট্রলার আটক করে আরাকান আর্মি। ছয়টি ট্রলারে মোট ৫৬ জন মাঝিমাল্লা আছেন। বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান বলেন, ছয়টি ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তাদের ফেরত আনার কাজ চলছে বলে জানান তিনি।