মাতামুহুরী নদীর চরে অজ্ঞাতনামা যুবকের লাশ
জাফর আলম, কক্সবাজার ব্যুরো:
কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরি নদীর চরে ভেসে উঠেছে অজ্ঞাতনামা যুবকের লাশ।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০ টার দিকে পেকুয়া সদরের মেহেরনামা সৈকতপাডায় অংশে মাতামুহুরি নদীতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় পুলিশকে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, নদীতে ভাসমান লাশের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে।
নৌ-পুলিশ আসলে লাশ উদ্ধার করে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা করা হবে।