১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, দুপুর ১২:২০



আজ : ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২৮, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প

    আন্তর্জাতিক ডেস্ক :

    নেপালে আঘাত হেনেছে শক্তিশালী এক ভূমিকম্প। আজ শুক্রবার ভোরে দেশটিতে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১।

    সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল দেশটির মধ্যাঞ্চলের সিন্ধুপালচক জেলায়।

    জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ওয়েবসাইটে জানানো হয়েছে, স্থানীয় সময় ভোর ২টা ৫১ মিনিটে আঘাত হেনেছে ভূমিকম্প। সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।

    নেপালের বেশ কয়েকটি অঞ্চলে, বিশেষ করে পূর্ব ও মধ্য অঞ্চলে মানুষ ভূমিকম্প অনুভব করেছে। ভারত এবং চীনের তিব্বতের সীমান্তবর্তী অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।