১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, রাত ৯:২৮



আজ : ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২৭, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    বাইনান্স অ্যাকাউন্টের স্ক্রিনশটগুলো ভুয়া : রিউমার স্ক্যানার

    নিউজনেক্সট অনলাইন :

    ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রেস সচিব ও জুলাই-আগস্ট আন্দোলনের নেতাদের নামে বাইনান্স অ্যাকাউন্টের স্ক্রিনশট সংক্রান্ত প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

    রিউমার স্ক্যানার জানায়, সরকারের উপদেষ্টা, প্রেস সচিব ও জুলাই-আগস্ট আন্দোলনের নেতাদের নামে ছড়িয়ে পড়া বাইনান্স অ্যাকাউন্টের স্ক্রিনশটগুলো ভুয়া। প্রযুক্তির কারসাজিতে এসব স্ক্রিনশট তৈরি করা হয়েছে এবং তা একটি অনির্ভরযোগ্য সূত্রের বরাতে প্রচারিত হচ্ছে।

    সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা, প্রেস সচিব ও জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্বদানকারী নেতাদের নামে থাকা বাইনান্স নামক আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্মের কিছু অ্যাকাউন্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। এসব ভাইরাল স্ক্রিনশটের বরাতে দাবি করা হচ্ছে যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা অ্যাকাউন্টগুলোতে বিপুল পরিমাণ বিটকয়েন জমা রয়েছে, যার বাজারমূল্য শত শত কোটি টাকা। এ দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এ দাবিতে একটি পোস্ট করেছেন। ভারতের একাধিক গণমাধ্যমেও এমন দাবির ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে।

    রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছড়িয়ে পড়া বাইনান্স অ্যাকাউন্টের স্ক্রিনশটগুলো ভুয়া। প্রযুক্তির কারসাজিতে এসব স্ক্রিনশট তৈরি করা হয়েছে এবং তা একটি অনির্ভরযোগ্য সূত্রের বরাতে প্রচারিত হচ্ছে।