শহীদুল আলম বাদলের ফটোগ্রাফির অ্যালবাম ‘মৌন মুখর বাদল দিন’
নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
অস্ট্রেলিয়া প্রবাসী আলোকচিত্রী শহীদুল আলম বাদলের ফটোগ্রাফির অ্যালবাম মৌন মুখর বাদল দিন এর প্রকাশনা উৎসব ও প্রাণবন্ত আলোচনা মঙ্গলবার সন্ধ্যায় পাঠক সমাবেশর কাঁটাবন শাখায় অনুষ্ঠিত হয়।
কথা সাহিত্যিক মুন রহমানের সঞ্চালনায় বইটি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলোকচিত্রী ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক আককাস মাহমুদ, আলোকচিত্রী ও গবেষক সাহাদাত পারভেজ ও কবি জিহাদ হাসান। আককাস মাহমুদ শহীদুল আলম বাদলের ফটোগ্রাফির প্রশংসা করে বলেন, অ্যালবামটি নতুন প্রজন্মের ফটোগ্রাফার জন্য একটি শিক্ষনীয় প্রকাশন।
অ্যালবামটি প্রকাশ করে আত্নাপ্রকাশ নামের একটি প্রকাশনা প্রতিষ্ঠান।
আত্নাপ্রকাশের কর্ণধার আলোকচিত্রী ওবায়দুল ফাওাহ তানভীর অ্যালবামটি নিমাণের পেছনের গল্প তুলে ধরেন।
আলোকচিত্রী শহীদুল আলম বাদল আশির দশকের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য ছবি তুলেছেন তার নির্বাচিত ১০১টি সাদাকালো ছবির এক অনবদ্য প্রকাশনা মৌন মুখর বাদল দিন।
আলোকচিত্রী বাদল অস্ট্রেলিয়ার সিডনি শহরে নিয়মিত ফটোগ্রাফির প্রদর্শনী করে থাকেন । তিনি সিডনি শহরের একজন খ্যাতিমান আলোকচিত্রী এবং জনপ্রিয় আবৃত্তিকারও।