-
স্মরণে ক্রীড়া সংগঠক আরফাত রহমান কোকো
-
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক
-
দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
-
ফুলপুরে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিশ্ব ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য জানিয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন- বগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫) ও শরিয়তপুরের নড়িয়া থানার মৃত মোহাম্মদ এলেম শেখের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০)।
দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, শুক্রবার রাতে ইজতেমা ময়দানের ৭২ নম্বর খিত্তায় শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থতাবোধ করেন নাজমুল হোসেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ব ইজতেমা ময়দানে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে এবারের ইজতেমায় তিনজন মুসল্লি মারা গেছেন বলে তিনি জানান।