বেতাগীতে বিদ্যালয়ের এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলার তালগাছিয়া দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত অত্র বিদ্যালয়ের এডহক কমিটি গঠনে সভাপতি পদে মনোনয়ন পত্রে প্রথম ব্যক্তি সমাজসেবক ও সাংবাদিক (দৈনিক নয়া দিগন্ত প্রত্রিকার বেতাগী উপজেলা সংবাদদাতা) উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো: কামাল হোসেন খানের নাম উল্লেখ করা হয়।
বরিশাল শিক্ষা বোর্ডের পরিদর্শক শাখা কর্তৃক গত ১১/০২/২০২৫ খ্রি: প্রেরিত পত্রে সরকারি চাকুরীজীবী বেতাগী উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা মো: আহসান কবীর রিপন খান এডহক কমিটির সভাপতি মনোনয়ন প্রাপ্ত হয়েছেন। জানা গেছে, এডহক কমিটির সভাপতি মনোনয়ন সুপারিশ পত্রে যার স্বারক নং টিডিমাবি, সূত্র: ১। বশিবো/বিঅ/২০২৪/৩৪৪তারিখ:০৩/১২/২০২৪।০২।বশিবো/বিঅ/২০২৪/৫২০৪ তারিখ: ০৩/১১/২০২৪ শর্তমতে মনোনয়নের আবেদন পত্রে প্রথম ব্যক্তির সুপারিশ পাবার কথা থাকলেও বরিশাল শিক্ষা বোর্ডের পরিদর্শকের কাছে তবিয়তে মাধ্যমে অর্থের বিনিময়ে আহসান কবীর রিপন সভাপতি পদে মনোনয়নের সুপারিশ পায় বলে অভিযোগ করেন সমাজসেবক, বসুন্ধরা শুভসংঘের সভাপতি, বেতাগী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা আলহাজ্ব মো: কামাল হোসেন খান।
আরো জানা যায়, সুপারিশ পাওয়া ব্যক্তি আহসান কবীর রিপন একাধারে বেতাগী উপজেলার, মির্জাগঞ্জ উপজেলার একাউন্টসের দায়িত্ব পালন করে এসেছেন।
এই বিষয় জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লীলা মন্ডলের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাইনি।