মেক্সিকোতে যাত্রীবাহী বাস পুড়ে নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক । নিউজনেক্সটবিডি.কম
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তাবাসকো রাজ্যে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্থানীয় সরকার। খবর বিবিসির।
দুর্ঘটনার পরবর্তী সময়ে তোলা ছবিতে দেখা যায়, বাসটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। শনিবার ভোরে এসকারসেগা নামে একটি এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।
বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান ট্যুর’স আকোস্টা জানায়, বাসটি ক্যানকুন থেকে তাবাসকো যাচ্ছিল। বাসে ৪৮ জন যাত্রী ছিলেন। পথে এটি একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষ হয়।
প্রতিষ্ঠানটি ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে। তারা বলছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, বাসটি নির্ধারিত গতিসীমার মধ্যেই চলছিল।