৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, রাত ৮:০৭



আজ : ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ৫, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    শেখ হাসিনার ট্রেনে গুলির মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সবাই খালাস

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে দণ্ডিতদের খালাস দিয়েছেন হাইকোর্ট।

    এর মধ্যে ৯ জন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। বাকিরা যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত।

    মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স মঞ্জুর করে এবং আসামিদের আপিল ও জেল আপিল খারিজ করে বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব–উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    গত ৩০ জানুয়ারি আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।

    আদালতে আসামিপক্ষে শুনানিতে আইনজীবী কায়সার কামাল, জামিল আক্তার এলাহী, এএইচএম কামরুজ্জামান। সঙ্গে ছিলেন আইনজীবী আফসানা রশিদ ও মো. মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান।

    ২০১৯ সালের ৩ জুলাই এই মামলায় রায় দেন পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল-৩–এর ভারপ্রাপ্ত বিচারক মো. রুস্তম আলী।

    রায়ে বিএনপি, ছাত্রদল, যুবদলের বিভিন্ন পর্যায়ের ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

    রায়ের পর বিচারিক আদালতের রায়সহ যাবতীয় নথিপত্র ২০১৯ সালে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায়। পাশাপাশি আসামিরা আপিল ও জেল আপিল করেন।

    আইনজীবীদের তথ্য মতে, বিচারিক আদালতের রায়ে দণ্ডিত ৪৭ জনের মধ্যে ইতোমধ্যে দুজন মারা গেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জন ছাড়া বাকিরা গত ৫ আগস্টের পর জামিনে মুক্তি পেয়েছেন।