২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার, সকাল ৯:৩৭



আজ : ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার প্রকাশ করা : জানুয়ারি ২৮, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    আত্ম সাহায্যকর্মসূচি (এসএইচপি) অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে 

    গোলাম মোস্তফা, পিরোজপুর :

    মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) আত্মসাহায্য কর্মসূচি ( এস এইচ পি) পিরোজপুরের আয়োজনে কম্বল বিতরণ করা হয়। পিরোজপুর সদরের মাছিমপুর এস এইচ পি- র কার্যালয়ে ১০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ।

    আত্ম সাহায্যকর্মসূচি এসএইচ পি এর নির্বাহী পরিচালক হাসনেয়ারা হক এর সভাপতিতে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুর সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুর, মনিকা আক্তার উপ-পরিচালক ( অ: দা:) মহিলা বিষয়ক অধিদপ্তর পিরোজপুর।

    অতিথিরা তাদের বক্তব্য অসহায় দরিদ্র মানুষের জন্য এস এইচ পি সংগঠনের সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন। আরও বলেন, অসহায় দুস্থ একশত লোকের মাঝে আজ কম্বল বিতরণ করা হয়। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।

    এসএইচপি- এর নির্বাহী পরিচালক হাসনেয়ারা হক বলেন, শুধু কম্বল বিতরণ নয় সারা বছর আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে অসহায় দুস্থ মানুষদের জন্য কাজ করছি। সকলের সহযোগিতা নিয়ে এস এইচ পি আরো সামনে এগিয়ে যাবে।