৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, রাত ৯:৫৯



আজ : ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : জানুয়ারি ২৬, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    দুস্থ অসহায়রা পেলেন মনি ফাউন্ডেশনের অটোরিকশা-কম্বল

    জসিম উদ্দিন, বেতাগী(বরগুনা) প্রতিবেদক:

    বরগুনার বেতাগীতে নূরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ১৮ ব্যাটারিচালিত অটোরিকশা ও ৭০০ পরিবারকে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) ৩টায় উপজেলার পৌর অটোরিয়ামে বিএনপি’র আহবায়ক মো: হুমায়ুন কবির মল্লিকের সভাপতিত্বে ও উপজেলা যুগ্ম আহ্বায়ক মামুন পারভেজ আসাদের সঞ্চালনায় এই অটোরিকশা ও কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    এ সময় প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব নুরুল ইসলাম মনির ছোট ভাই মো: সাইফুল ইসলাম রনি জামাল, বিশেষ অতিথি বামনা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বেতাগী উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো: শাহীন, সাবেক ছাত্রদল সভাপতি নুরুল ইসলাম পান্না, শ্রমিক দলের আহ্বায়ক আলহাজ্ব মো: কামাল হোসেন খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান নয়ন, শাহিন খান, জামাল খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুমসহ নেতৃত্ববৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত বিতরণ অনুষ্ঠানের আগে নেতাকর্মীরা বেতাগী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত সাধারণ মানুষের উদ্দেশ্যে মনি ফাউন্ডেশনের কথা তুলে ধরেন।

    অটোরিকশা অনুদান পেয়ে পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মো. নাসির বলেন, আগে ভাড়া গাড়ি চালাতাম, দৈনিক ৩০০ টাকা গাড়ি মালিককে দিতে হতো। তার পর যা থাকত তা দিয়ে সংসার চলত না। এখন নিজের গাড়ি হয়েছে, যা আয় হবে তা দিয়ে সংসার চলে যাবে।