৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, সন্ধ্যা ৭:৫৭



আজ : ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : জানুয়ারি ২৪, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    স্মরণে ক্রীড়া সংগঠক আরফাত রহমান কোকো

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ।

    বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। শুক্রবার বেলা ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়া মাহফিলে বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসসহ দলটির কেন্দ্রীয়, মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    শুক্রবার বাদ আসর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আরাফাত রহমান কোকোর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দলটির স্থায়ী কমিটি সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

    যুক্তরাজ্যের লন্ডন বিএনপিও আরাফাত রহমান কোকোর জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে। লন্ডনের স্থানীয় সময় বাদ আসর ব্রিক লেন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শায়রুল কবীর খান।

    উল্লেখ্য, ২০১৫ সালের আজকের দিনে ৪৫ বছর বয়সে তিনি মালয়েশিয়ায় মারা যান। তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।