৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, বিকাল ৪:০১



আজ : ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : জানুয়ারি ২১, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারিতে আহত ৮

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বাইরেও মানুষের ভিড় দেখা গেছে, ছবি সংগৃহীত।

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    রাজধানীর বাংলামোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারিতে নারীসহ আট শিক্ষার্থী আহত হয়েছে।

    মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

    আহতরা হলেন- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাও কলেজে জান্নাতুল মিম (২২), আবরার (২২), আলামিন (২৫), আফসার উদ্দিন (২৫) কবি নজরুল কলেজের আসিফ (২৪) ও ডেমরা বড় মাদ্রাসার দাওরার ছাত্র মাসুদ (২৪), তেজগাঁও কলেজের শিক্ষার্থী ফারহান (২১)।

    আহত আল আমিন জানান, যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের সামনে আমাদের একজন সহযোদ্ধার উপর হামলা করে। পরে আজকে কেন্দ্রীয় কার্যালয় এই বিষয় নিয়ে কথা বলতে আসলে নাঈম আসাদ বিন রনি রিফাত রশিদ ও হৃদয়ের নেতৃত্বে তারা আমাদের উপরে হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয় বর্তমানে জরুরি বিভাগে তারা চিকিৎসা নিচ্ছে।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, বাংলামটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছে। তাদের সবার জরুরী বিভাগের চিকিৎসা চলছে।