১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, রাত ৮:৪১



আজ : ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : ডিসেম্বর ৩১, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    টেকনাফে অপহৃত ১৮ জনকে উদ্ধার

    জাফর আলম, কক্সবাজার : 

    কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৮ জনকে উদ্ধার করেছে র‍্যাব-১৫।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত সিনিয়র সহকারী পরিচালক ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

    একইসঙ্গে শনাক্ত করা হয়েছে অপহরণ চক্রটি।

    মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত গহীন পাহাড়ে ড্রোন দিয়ে অভিযান চালানোর পর সন্ধ্যার দিকে পাহাড়ি এলাকা থেকে ওই শ্রমিকদের উদ্ধার করে আনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

    উদ্ধার হওয়া বনকর্মীরা হলেন ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্লাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দুজনের নাম পাওয়া যায়নি।

    কক্সবাজারে র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, টেকনাফের হ্নীলা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে লেদার পশ্চিমের গহীন পাহাড় থেকে স্থানীয় জনতা, বনবিভাগের সহায়তায় র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা একটি আস্তানা থেকে বন বিভাগের ১৮ শ্রমিককে উদ্ধার করেন। এর আগে অপহরণকারীরা জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।