৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, বিকাল ৫:৩৮



আজ : ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : ডিসেম্বর ২৮, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    ৯৩টি দলের অংশগ্রহণে মঠবাড়িয়ায় ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশ

    শিবু সাওজাল, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

    পিরোজপুরের মঠবাড়িয়ায় “স্কাউটিং করবো, সুন্দর দেশ গড়বো” এই ¯শ্লোগানকে সামনে রেখে ষষ্ঠ কাপ ক্যামপুরী ও স্কাউট সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহীদ মোস্তফা খেলার মাঠে সমাবেশের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। এ স্কাউট সমাবেশ চলবে আগামী ৩০ ডিসেম্বর সকাল পর্যন্ত।

    স্কাউট সমাবেশে ৮ টি চ্যালেঞ্জ ও ৯ টি সেন্ট্রাল ইভেন্টে (স্কাউট কার্যক্রম) অংশ নেবে। নতুন বিষয় রপ্ত করবে এবং হাতে কলমে প্রয়োগের সুযোগ পাবে। এই স্কাউট সমাবেশে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ৪৯ টি স্কাউট দল ও ৪৪ টি কাপ ক্যাম্পুরী অংশ নিয়েছে।

    নলী ভীম চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মারুফা আক্তার বলেন, এটি চ্যালেঞ্জিং কাজ। আমি স্কাউট সমাবেশ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের জন্য কাজ করতে চাই।

    সাপলেজা মডেল হাই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম আক্তার বলেন, ক্যাম্পেইনে এসে অনেকের সাথে বন্ধুত্ব হবে। অংশগ্রহণকারীদের সাথে সুসম্পর্ক গড়ে প্রতিযোগিতামূলক অংশগ্রহণের মাধ্যমে আমাদেও টিমকে বিজয়ী করবো।

    উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা ষষ্ঠ কাপ ক্যামপুরী ও স্কাউট সমাবেশের ডেপুটি চিফ নজরুল ইসলাম বলেন, শিশু, কিশোর-কিশোরী, শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় স্কাউটিংয়ের অবদান সারা বিশ্বে স্বীকৃত।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, এই স্কাউট সমাবেশে অংশ নেওয়া ৪৯ টি স্কাউট দল, ৪৪ কাপ ক্যামপুরী, স্বেচ্ছাসেবক রোভার স্কাউট ও লিডার এখান থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিজেরদের নিয়োজিত করবেন।