২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, মঙ্গলবার, সকাল ৮:২১



আজ : ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, মঙ্গলবার প্রকাশ করা : ডিসেম্বর ২৮, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    সচিবালয়ে প্রবেশে ‘অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

     

    শনিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রশাসন-১ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা জানানো হয়।

    অফিস আদেশে বলা হয়েছে, “বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করার জন্য ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় ‘অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবির্ণত কর্মকর্তা/কর্মচারীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত সেলে দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে সংযুক্ত করা। ”

    অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেলে আছেন সিনিয়র সহকারী সচিব প্রশাসন-৩ শাখায় সংযুক্ত এফ এম তৌহিদুল আলম এবং সচিবালয় নিরাপত্তা শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈ।