১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার, রাত ১১:৪৫



আজ : ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার প্রকাশ করা : ডিসেম্বর ২৭, ২০২৪

  • কোন মন্তব্য নেই

    ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

    আন্তর্জাতিক ডেস্ক । নিউজনেক্সটবিডি.কম

    ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার রাতে মারা গিয়েছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

    দিল্লি থেকে পিটিআই জানায়, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস সিংয়ের মৃত্যুর খবর ঘোষণা করে। রাত ৮টা ৩০ মিনিটের দিকে তাকে গুরুতর অস্স্থু অবস্থায় এই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

    গত কয়েক মাস ধরে তার স্বাস্থ্য খারাপ ছিল।

    খবরে বলা হয়, মনমোহন সিং কে রাত ৮.০৬ টায় এইমস দিল্লিতে মেডিকেল ইমার্জেন্সিতে আনা হয়। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি এবং ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

    মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।

    তিনি স্ত্রী গুরচরণ সিং ও তিন কন্যা রেখে গেছেন।