২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার, ভোর ৫:১২



আজ : ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার প্রকাশ করা : এপ্রিল ১৬, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    মেরিন ড্রাইভে হ্যান্ড গ্রেনেড

    জাফর আলম, কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের পাশে একটি খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি অবিষ্ফোরিত হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়া এলাকায় গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ।টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নির্মাণাধীন ভবন ওয়েভস পয়েন্ট লিমিটেডের পাশে খোলা জায়গায় গ্রেনেডটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছে।

    বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। সেনাবাহিনীর প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে।ঘটনাস্থলে থাকা উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, পুলিশের চারজন সদস্য এলাকাটি ঘিরে রেখেছেন। গ্রেনেডটি সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটের কাছে হস্তান্তর করা হবে। এরপর তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।