-
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
-
বিষাদগ্রস্ত যুবলীগ নেতার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহনন
-
আলী ইমাম মজুমদার ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে
-
জামায়াত সব সময় মুনাফেকি করেছে : রিজভী
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার অন্তর্গত ৭ নং সেখমাটিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ১৬(এপ্রিল) বুধবার নাজিরপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো: মিজানুর রহমান দুলাল ও সদস্য সচিব মো: আবু হাসান খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্থগিতাদেশ প্রদান করা হয়। উক্ত ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম উপজেলা কমিটি কতৃক পরিচালিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় সেখমাটিয়া ইউনিয়ন বিএনপি’র একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট, ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হয় ,এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ও লিখিত আকারে অভিযোগ পাওয়া গিয়েছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সত্যতা যাচাইয়ের লক্ষ্যে তদন্ত চলমান রয়েছে। উল্লেখিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য গত ১৪ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭ টায় অত্র ইউনিয়নের বাবুরহাট বাজারে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয় যারা খুলনা মেডিকেল কলেজ ও নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে সেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী আল মামুন সরদার আজমীর বাদী হয়ে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন( মামলা নং-৮, তারিখ ১৫/৪/২৫)। উক্ত মামলায় ঐ ইউনিয়নের বিএনপি,’র সদস্য সচিব মো: জহিরুল ইসলাম সেখ সহ মোট ১০ জনকে নামীয় ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।