১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার, দুপুর ২:৫৪



আজ : ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : এপ্রিল ১৫, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বাসায় গিয়েছিলেন জামায়াত আমির ও সেনাপ্রধান

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা : লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সম্প্রতি পৃথকভাবে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতা ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, ইউরোপ সফর শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ আবু তাহের লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন, যেখানে তারেক রহমান নিজেও উপস্থিত ছিলেন।

    বর্তমানে বেগম খালেদা জিয়া তার ছেলের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলেও উল্লেখ করেন মারুফ কামাল। তিনি বলেন, বেগম জিয়ার সঙ্গে জামায়াত নেতাদের এই সাক্ষাতে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে এই সাক্ষাৎ নিছক সৌজন্যবিনিময় নাকি রাজনৈতিক সমন্বয়ের অংশ—তা সময়ই বলে দেবে। আমাদের চোখ রাখতে হবে সামনের দিকেই।

    তিনি আরও জানান, খালেদা জিয়া লন্ডন পৌঁছানোর পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও তার স্ত্রীসহ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এই সাক্ষাৎ নিয়েও বিস্তারিত কিছু জানা যায়নি।

    এই ধারাবাহিক সাক্ষাৎগুলোকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হয়তো আগামী দিনের রাজনৈতিক সমীকরণে কোনো ইঙ্গিতবাহী ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে।