বাণিজ্যযুদ্ধের কোনো বিজয়ী নেই: চীনা প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : চীনা প্রেসিডেন্ট শি চিনপিং সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, ‘প্রোটেকশনিজম কোনো পথ দেখায় না’ এবং বাণিজ্যযুদ্ধের ‘কোনো বিজয়ী নেই’। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু উপলক্ষে তিনি এ মন্তব্য করেন। সফরের সূচনায় তিনি আজ ভিয়েতনাম সফরে আসছেন।
হানোয় থেকে এএফপি জানায়, চলতি বছরের প্রথম বিদেশ সফরে শি মালয়েশিয়া ও ক্যাম্বোডিয়াও সফর করবেন। চীন এ সফরের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বিপুল শুল্কের প্রভাব মোকাবেলার লক্ষ্য নিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি দক্ষিণ-পূর্ব এশীয় দেশের নেতাদের সঙ্গে শির এই সফর গোটা অঞ্চলের জন্য ‘গুরুত্বপূর্ণ’।
ভিয়েতনামের রাষ্ট্রীয় পত্রিকা ‘ন্যান দান’-এ সোমবার প্রকাশিত এক প্রবন্ধে শি দুই দেশকে বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা, বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা এবং উন্মুক্ত ও সহযোগিতাপূর্ণ আন্তর্জাতিক পরিবেশ সুরক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, প্রবন্ধে শি আবারও চীনের অবস্থান তুলে ধরে বলেন, ‘বাণিজ্যযুদ্ধ ও শুল্কযুদ্ধ কারও জন্যই সুফল বয়ে আনে না, আর প্রোটেকশনিজম অর্থহীন।’
২০২৪ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে চীনা পণ্যের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভিয়েতনাম—১৬১.৯ বিলিয়ন ডলার। এরপর ছিল মালয়েশিয়া—১০১.৫ বিলিয়ন ডলার।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় হলে যুক্তরাষ্ট্রের বাজার সংকোচনের নেতিবাচক প্রভাবও চীন কিছুটা মোকাবেলা করতে পারবে বলে মনে করছে বেইজিং।
সোমবার ও মঙ্গলবার শি ভিয়েতনামে অবস্থান করবেন। এটি ডিসেম্বর ২০২৩-এর পর তার প্রথম ভিয়েতনাম সফর।