১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার, সকাল ৭:০৪



আজ : ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : এপ্রিল ১৩, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস- ২০২৫ উদ্যাপিত

    গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার : ২০২২ সালের ১৩ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এরপর থেকেই প্রতিবছর ১৩ই এপ্রিল দিনটি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) দিবস হিসেবে পালন করা হয়।

    প্রতিবারের ন্যায় এবারও দিবসটি স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নানা আয়োাজন করা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ক্যাম্পাসে জাতীয় এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

    পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের নিয় বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবস শুভ উদ্বোধন করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম। পরে সকলের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।

    শুভেচ্ছা বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুচিতা শারমিন বলেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আমি নবীন এই বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।

    এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্নালাল রায়, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    পিবিপ্রবি এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পিরোজপুরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।