১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, রাত ৪:৫৯



আজ : ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : এপ্রিল ১৩, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    ঢাকার সমাবেশ ইতিহাসে লেখা থাকবে: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

    মনিরুল ইসলাম, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, ঢাকার ‘মার্চ ফর গাজা’ সমাবেশ ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই সমাবেশ প্রজন্ম থেকে প্রজন্মে প্রতিধ্বনিত হবে।

    শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাষ্ট্রদূত এ কথা জানান।

    তিনি বলেন, “১২ এপ্রিল ঢাকায় যা ঘটেছে, তা ছিল ফিলিস্তিনের প্রতি সমর্থনের এক অসাধারণ ও শক্তিশালী বার্তা। বাংলাদেশের মানুষ যে সাহস ও ভালোবাসা দেখিয়েছে, তা বিশ্ববাসীকে অবাক করেছে।”

    রাষ্ট্রদূতের মতে, বাংলাদেশের জনগণের শক্তি ও একাত্মতা প্রমাণ করে দিয়েছে—এই জাতি ন্যায়ের পক্ষে এবং ইতিহাসের সঠিক দিকেই অবস্থান নেয়।

    “বাংলাদেশের নারীরা, পুরুষেরা, তরুণ ও প্রবীণ সবাই ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। এটি কেবল সংহতির বার্তা নয়, এটি নৈতিক অবস্থানেরও ঘোষণা,” বলেন তিনি।

    বিবৃতিতে আরও বলা হয়, “ঢাকার রাজপথে লাল-সবুজ পতাকা আর ফিলিস্তিনি পতাকা একসঙ্গে উড়েছে। রাজু ভাস্কর্যের পটভূমিতে হাজারো কণ্ঠ একযোগে উচ্চারণ করেছে স্বাধীনতা ও ন্যায়বিচারের আহ্বান।”

    রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জনগণের এই ঐক্য ও সাহসিকতা ফিলিস্তিনিদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি ঢাকাবাসীসহ অংশগ্রহণকারী সব ছাত্র, শিল্পী, ইমাম ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।

    “আপনারা শুধু সমর্থক নন, আপনারা আমাদের আশার প্রতীক। ফিলিস্তিন-বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। আমাদের যৌথ সংগ্রাম ন্যায়বিচারের জন্য অব্যাহত থাকুক।”

    উল্লেখ্য, শনিবার রাজধানীতে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে দল-মত নির্বিশেষে লাখো মানুষ অংশ নেন।