-
আত্মসমর্পণ করতে আদালতে চিত্রনায়িকা পরীমণি
-
ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব
-
হাসিনার নৃশংসতার দলিল সংরক্ষণ জরুরি: প্রধান উপদেষ্টা
-
চকরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়েছে ভোজ্যতেল মিলমালিকদের সংগঠন। এর ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। নতুন দাম একই দিন থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। এছাড়া খোলা সয়াবিন ও পাম তেলের দামও প্রতি লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৯ টাকা, যা আগে ছিল ১৫৭ টাকা।
এর আগে ২০২৩ সালের ৯ ডিসেম্বর সর্বশেষ তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ১৭৫ টাকা।
এ ব্যাপারে জানা গেছে, রমজান ও ঈদকে কেন্দ্র করে বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় এবং সরকারের দেওয়া শুল্ক ও কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ায় মিলমালিকেরা তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন। গত ২৭ মার্চ তারা বোতলজাত সয়াবিনের দাম লিটারে ১৮ টাকা এবং খোলা তেলের দাম লিটারে ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেন। কর-সুবিধার মেয়াদ শেষ হয় ৩১ মার্চ। এরপর দাম বাড়ানোর সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিতভাবে জানায় সংগঠনটি।
দাম বৃদ্ধি নিয়ে ঈদের ছুটি শেষে একাধিক দফা বৈঠকের পর অবশেষে নতুন দাম কার্যকর করা হলো।