১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার, দুপুর ১২:৩৩



আজ : ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার প্রকাশ করা : এপ্রিল ১২, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    বাগবাটিতে আদালতের আদেশ অমান্য করে বসতবাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ

    রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ :

    সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের হরিপুর গ্রামের হারুনর রশিদ, আব্দুস সাত্তার ও শাহজামালের ক্রয়কৃত সম্পত্তি আদালতের আদেশ অমান্য করে বসতবাড়ি ভাংচুর, মারধর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

    শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে প্রতিপক্ষ হালিম, হাবিবুর, আলিম, আপনসহ ৪০ থেকে ৫০জন বসতবাড়ীতে গিয়ে এ হামলা চালানো হয়েছে বলে জানা যায়।

    শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে সরজমিনে গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, হরিপুর মৌজার আর এস ১১৫,১১৬ ও ৩৬ খতিয়ান ১২৪ নং দাগের ৩.৬১ শতক জমি পিতার ওয়ারিশসূত্রে প্রাপ্ত হয়ে আব্দুল হালিমের নিকট বিক্রি করে। বিষয়টি জানাজানি হলে বাড়ীর ভিতর লম্বালম্বি জায়গা স্থাপনা নির্মানসহ নানা সমস্যায় ভবিষ্যতে পড়তে হবে দেখে ইউসুফের চাচাতো ভাই হারুনর রশিদ, আব্দুস সাত্তার ও শাহজামাল জমি ফেরত নেওয়ার জন্য নিয়মানুযায়ী আদালতে মামলা করে।

    দীর্ঘ ৮বছর পর রায়ের ঘোষনা অনুযায়ী আদালতের মাধ্যমে টাকা জমা দিয়ে রেজিস্ট্রি করে নেন হারুনর রশিদ, আব্দুস সাত্তার ও শাহজামাল। আদালতে টাকা জমা দেওয়ার পরেও এলাকায় এসে মুরুব্বীদের সাথে নিয়ে হালিমের পূর্বের স্থাপনকৃত ঘর ভেঙ্গে ফেলার জন্য ৫০হাজার টাকা দেওয়া হয়। রায়ের প্রায় দু বছর পর গতরাতে প্রভাবশালী হালিম ও তাঁর পরিবারসহ ৪০-৫০ জন ব্যক্তিকে ভাড়া করে এনে দেশীয় অস্ত্র বাঁশ লাঠিসোটা নিয়ে ঘরে থাকা মহিলাদের শরীরে স্পর্শ ও মারধর করতে থাকে।

    এতে সেলিনা নামে এক নারীর পড়নে থাকা কাপড় ছিঁড়ে যায় ও শাহনাজ, পারভীন মর্জিনাসহ অনেকের দেশীয় অস্ত্রের আঘাতে হাত পা কেটে যায়। হামলা চলাকালিন সময়ে হালিম, তাঁর বাবা হাবিবুর, ছেলে আপন ও ভাই আলিমের সহযোগিতায় শাহজামালের ঘরে থাকা আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যায়। চিৎকার ও ডাকাডাকিতে আশেপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে তাঁরা দ্রুত সটকে পড়েন।

    এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ব‌লেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। তবে অভিযোগ দিলে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে পারবো।