প্রক্সি দিতে এসে দুই পরীক্ষার্থী আটক, তিন মাসের কারদন্ড
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে অন্য পরীক্ষার্থীর প্রক্সি দেওয়ার অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করে দুই লাখ অর্থদন্ড অনাদায়ে তিন মাসের কারদন্ড আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিউশন পরীক্ষা কেন্দ্রে ভূগোল পরীক্ষায় এ ঘটনা ঘটে।
দুই পরীক্ষার্থী হলেন পার্শবর্তী ভন্ডাারিয়া উপজেলার পশারিবুনীয় গ্রামের গ্রামের মো. জাহিদ হোসেন এর ছেলে মো. সাদ্দাম হোসেন রনি ও মো. আবদুল বারেক এর ছেলে মো. ইয়াসিন ।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, উন্মূক্ত বিশ^বিদ্যালয়ের অধিনে আজ শনিবার মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিটিউশন কেন্দ্রে ভূগোগল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্শবর্তী ভান্ডারিয়া উপজেলার শিক্ষার্থী সাদ্দাম হোসেন রনি ভূগোল পরীক্ষায় অংশ না নিয়ে তার স্থানে মো. ইয়াসিন ওই পরীক্ষায় প্রক্সি দিতে আসে। কেন্দ্র পরিদর্শক আইডি কার্ড পর্যবেক্ষণ করলে প্রক্সির বিষয়টি বিষয়টি ধরা পরে।
অভিযুক্ত পরীক্ষার্থী দোষ স্বীকার করলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দুই পরীক্ষার্থীকে আটক করে। পরে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. আবদুল কাইয়ূম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই শিক্ষার্থীকে কারাদন্ড ও অর্থ দন্ডাদেশ দেন।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিক্ষার্থীই এসএসসি পরীক্ষার্থী। সাদ্দাম এর আজ পরীক্ষা না থাকায় ইয়াসিন এর ভূগোল পরীক্ষার প্রক্সি দিতে আসে। আদালতে উভয় দোষ স্বীকার করায় প্রত্যেককে এক লাখ টাকা জড়িমান করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। তাদের পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।