থানা থেকে লুটকৃত অস্ত্র উদ্ধার
জাফর আলম, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া অস্ত্রসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ১১ এপ্রিল) রাত সাড়ে ১১ টদর দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন ৯নং ওয়ার্ডের গজালিয়া প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ব্রীজের নীচ হতে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ওসি মছিউর রহমান। থানা পুলিশ সূত্রে জানা যায়, এক পথচারীর দেয়া তথ্যের ভিত্তিতে ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য নাঈমুল ইসলাম থানা পুলিশকে উক্ত স্থানে একটি বস্তা পড়ে আছে জানান। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমানের নেতৃত্বে পুলিশের টিম পৌঁছে উক্ত ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় মুখ বন্ধ একটি বস্তা উদ্ধার করেন।
পরে খুলে দেখতে পান অস্ত্রসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রয়েছে। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ১টি দু’নলা বন্ধুক, ১টি হেলার, ১টি গ্যাস মাস্ক,২টি গামবুট,১টি রেলিংপাইপ,১টি লেগগ্যার্ড ও অস্ত্রের সিনিং ২টি।
এবিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, এসব অস্ত্র -সরঞ্জাম থানা থেকে লুট হয়েছে। শুক্রবার রাতে পরিত্যক্ত অবস্থায় ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া প্রাইমারী স্কুল এর পশ্চিম পার্শ্বে ব্রীজের নীচ হতে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি।