ইউএনওর বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন
শিবু সাওজাল, মঠবাড়িয়া ( পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর বদলি আদেশ প্রত্যাহার ও তাকে কর্মস্থলে পুনর্বহালের দাবি জানিয়েছে এলাকাবাসী। এ দাবিতে আজ শনিবার সকাল ১০টার দিকে মঠবাড়িয়া পৌরসভা সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানবববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ।
এতে স্থানীয় পৌর বিএনপি, যুবদল, বাংলাদেশ জামায়াতে ইসলাম,শিক্ষক ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররাসহ সর্বস্তরের কয়েক হাজার জনতা অংশ নেন।
শেষে সভাশেষে বক্তব্য দেন, সাপলেজা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রাশেদ আহমেদ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দীন ফারাজি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ সহ বিএনপি নেতাকর্মীরা, বাংলাদেশ জামাতে ইসলামীর পৌর আমির মীর মালিক, ইসলামী আন্দোলনের প্রতিনিধি মো. ইসাহাক, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল্লাহ আল অভি প্রমূখ।
বক্তব্যে উপজেলার সাপলেজা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রাশেদ আহমেদ বলেন, মঠবাড়িয়া একটা নানা সংকটের জনপদ। এখানে ভালো অফিসার বেশি দিন থাকে না। বিভিন্ন সময় এখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। যেটি প্রতিরোধে ইতোমধ্যে বির্তমান ইউএনও কাজ শুরু করে দিয়েছেন। বাকি কাজগুলো সম্পন্ন করতে ইউএনও এখানে কোনো বিকল্প নেই। তার মতো জনবান্ধব অফিসার উপজেলায় অন্তত আরও দুই বছর থাকা দরকার। তাই তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় মহাসড়ক অবরোধসহ আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত চিঠিতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূমকে গলাচিপা উপজেলায় নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মঠবাড়িয়া উপজেলায় দফায় দফায় কর্মসূচি দেয় স্থানীয়রা। উপজেলার শিক্ষক সংগঠনের নেতারা ইউএনও বদলী ঠেকাতে শুক্রবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেন।