১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার, রাত ১:৪৫



আজ : ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার প্রকাশ করা : এপ্রিল ১০, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    চীনের হান্দা ইন্ডাস্ট্রিজ দেশে ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

    বাংলাদেশে পোশাক শিল্পে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনের স্বনামধন্য পোশাক প্রস্তুতকারক কোম্পানি হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি অর্থনৈতিক অঞ্চলের অধীনে টেক্সটাইল ও ডাইং খাতে ১০ কোটি মার্কিন ডলার এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অধীনে পোশাক শিল্পে ৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে।

    বুধবার রাজধানীর একটি হোটেলে এই নিয়ে সমঝোতা স্মারকে সই করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও হান্দা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি।

    পোশাক শিল্প ও টেক্সটাইল খাতে বিনিয়োগ এবং বাংলাদেশি প্রকল্পে বিনিয়োগ কার্যক্রমকে উৎসাহিত করতে চায় হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে এফডিআই প্রসার এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে টেক্সটাইল ও পোশাক খাতে বিনিয়োগ করতে প্রয়োজনীয় অনুমোদন ও আইনি শর্ত পূরণে আগ্রহ প্রকাশ করেছে।

    হান্দা ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড সংক্ষেপে হান্দা ইন্ডাস্ট্রিজ নামে পরিচিত। এটি চীন ভিত্তিক একটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানি, যা টেক্সটাইল ও পোশাকের শিল্প শৃঙ্খলে প্রতিশ্রুতিবদ্ধ। এটি পোশাক তৈরির উন্নত মানের উপকরণ ও পোশাক উৎপাদনে ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছে।

    ১৯৯৫ সালে হান্দা ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠিত হয়। এর অধীনে একাধিক সহায়ক প্রতিষ্ঠান রয়েছে, যা ওয়েফট নিটেড কাপড়, বুননের রঙ ও ফিনিশিং, পোশাক নকশা এবং উৎপাদন নিয়ে গবেষণা ও উন্নয়নে গভীরভাবে কাজ করে আসছে।

    বছরের পর বছর ধরে ‘উদ্ভাবন, নিষ্ঠা, সততা ও গ্রাহককে প্রাধান্য’ দিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। প্রায় ৩০ বছরের কঠোর পরিশ্রম, ধারাবাহিক উদ্ভাবন এবং বিন্যাসের মাধ্যমে হান্দা একটি ছোট ও মাঝারি আকারের উদ্যোগ থেকে একটি শক্তিশালী উদ্যোগে রূপান্তরিত হয়েছে। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও অন্যান্য স্থানে এর উৎপাদন ও বিপণন কেন্দ্র রয়েছে। এতে প্রায় ১০ হাজারের বেশি কর্মী কাজ করেন এবং বার্ষিক আয় ৩০ কোটি মার্কিন ডলারেরও বেশি।