১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার, বিকাল ৪:০২



আজ : ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার প্রকাশ করা : এপ্রিল ৯, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    মহেশখালীতে বাড়িতে ঢুকে বৃদ্ধকে গুলি করে হত্যা

    জাফর আলম, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে বাড়িতে ঢুকে আবুল হোসেন নামের এক বৃদ্ধকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার (৯ এপ্রিল) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

    নিহত আবুল হোসেনের ভাই মোহাম্মদ হোসেন বলেন, জায়গা-সম্পত্তির বিরোধ থেকে প্রতিপক্ষ লোকজন বাড়িতে ঢুকে ভাইকে গুলি করেছে। আহত অবস্থায় বদরখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।