১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার, বিকাল ৩:০১



আজ : ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার প্রকাশ করা : এপ্রিল ৮, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপসারিত সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    সোমবার (৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম। তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালান তিনি।

    গ্রেপ্তারের পর ব্যারিস্টার তুরিনকে থানায় নেওয়া হয়েছে এবং মামলার পরবর্তী প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

    এর আগে তার বাড়িতে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “আমরা ব্যারিস্টার তুরিন আফরোজের বাসা ঘিরে রেখেছি।”

    ব্যারিস্টার তুরিন আফরোজ একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগে তিনি অপসারিত হন। তার বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগে মামলা হওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তুরিন আফরোজ গ্রেপ্তার

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপসারিত সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    সোমবার (৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম। তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালান তিনি।

    গ্রেপ্তারের পর ব্যারিস্টার তুরিনকে থানায় নেওয়া হয়েছে এবং মামলার পরবর্তী প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

    এর আগে তার বাড়িতে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “আমরা ব্যারিস্টার তুরিন আফরোজের বাসা ঘিরে রেখেছি।”

    ব্যারিস্টার তুরিন আফরোজ একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগে তিনি অপসারিত হন। তার বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগে মামলা হওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি।