১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার, রাত ১২:৪৭



আজ : ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার প্রকাশ করা : এপ্রিল ৮, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    মঠবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ১, আহত ৬

    শিবু সাওজাল , মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় পণ্যবাহী ট্রাক চাঁপায় মঠবাড়িয়া-চরখালী সড়কের মাঝেরপুল ফরাজী বাড়ি সংলগ্ন এলাকায় গৃহবধূ মাকসুদা (২২) নামের এক ইজিবাইক আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে মঠবাড়িয়া-চড়খালী সড়কের মাঝেরপুল ফরাজী বাড়ি নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় একই পরিবারের শিশুসহ আরও ছয় জন আহত হয়েছেন। নিহত ওই গৃহবধূ পার্শবর্তী ভন্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের হাসান মিয়ার স্ত্রী। সে এক কন্যা সন্তানের জননী। দুঘটনায় শিশুটিও আহত হয়েছে। পুলিশ আজ মঙ্গলবার হাসপাতাল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা মর্গে ময়না তদন্তে পাঠিয়েছে।

    থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মোমবার দিবাগত রাতে নিহত ওই গৃহবধূ ও তার পরিবারের ছয় সদস্য ইজিবাইক যোগে মঠবাড়িয়া স্বাাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখে ভাÐারিয়ার হরিণপালা নিজ বাড়ি ফিরছিলেন। এসময় মঠবাড়িয়া-চড়খালী সড়কের ফরাজী বাড়ি সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজি বাইকে থাকা চালকসহ ছয় জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক ও হেল্পার পালিয়ে যায়। স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করে। স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহত গৃহবধূ মাকসুদা আক্তারকে ইসিজি শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জয়নাল আবেদীন ও মানিক শরীফকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ঐ ট্রাকটি জব্দ করা হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।