বানারীপাড়ায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর কিশোরী শিক্ষার্থী ধর্ষনে অভিযুক্ত আসামিদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ এপ্রিল সোমবার সকাল দশটায় এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন গত ৩ ও ৪ এপ্রিল ওই ছাত্রী ধর্ষনের শিকার হয়ে মেয়েটি থানা পুলিশের দ্বারস্থ হওয়া সত্ত্বেও এখনো ধর্ষকরা গ্রেফতার না হওয়ায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মানববন্ধনে ধর্ষিতা স্কুল ছাত্রীর মামা জাকির হোসেন জানান প্রথমে দুইজন ধর্ষকের নামে অভিযোগ দিতে চাইলেও অজ্ঞাত কারণবশত একজনের নাম বাদ পরে যায়।এছাড়াও বক্তারা দাবি করেন কোনো অদৃশ্য কোন শক্তি বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডের ছেলে শান্ত কুন্ডুর নাম বাদ দিতে সহযোগিতা করেছে। তারা মূল ধর্ষক সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল হালদারের ছেলে শোভন হালদারকে (২২) অতি দ্রুত গ্রেফতার এবং অন্য অভিযুক্ত সহযোগী শান্ত কুন্ডুর(২২) নাম মামলার নথিতে অন্তর্ভুক্ত করে গ্রেফতারের মাধ্যমে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
উল্লেখ্য গত ৩ এপ্রিল দুপুর বারোটায় অভিযুক্তরা ওই স্কুল ছাত্রীকে ফুসলিয়ে ব্যাটারিচালিত গাড়িতে উঠিয়ে নিয়ে চেতনানাশক ওষুধ ব্যবহার করে ধর্ষনের পর ৪ এপ্রিল বিকাল তিনটায় মেয়েটিকে তার বাসায় পাঠানোর অভিযোগ ওঠে। তাছাড়াও ওই দিন বিকালেই মেয়েটি তার পরিবারের সদস্যদের মাধ্যমে থানা পুলিশের দ্বারস্থ হলে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা এর সত্যতা যাচাইয়ের জন্য ৫ এপ্রিল সকালে ওই ছাত্রীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের (ওসিসিতে) পাঠান। এদিকে এই ঘটনার সঠিক তথ্য আইনের মাধ্যমে উন্মোচন হোক সকল মহলের ব্যাক্তিদের জোর দাবি।