১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার, সন্ধ্যা ৬:৩৯



আজ : ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : এপ্রিল ৮, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    টেকনাফে অপহৃতদের ছেড়ে দিয়েছে অপহরণকারীরা

    কক্সবাজার ব্যুরো:

    কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার মারিশবনিয়া পাহাড়ি এলাকায় পুলিশের অভিযানে ভীত হয়ে অপহরণের শিকার দুইজনকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে তারা ছাড়া পান বলে জানিয়েছেন ভিকটিমদের স্বজনরা।টেকনাফ থানার আওতাধীন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লক্ষণ, এসআই সাইদুর রহমান,এএসআই ইবরাহীমসহ পুলিশের একটি টিম স্থানীয় লোকজনকে সাথে নিয়ে মারিশবনিয়া গহীন পাহাড়ে অভিযান চালায়।

    অভিযানে ভীত হয়ে মুক্তিপণ ছাড়াই তাদের ছেড়ে দিয়েছেন অপহরকারীরা এমনটা জানিয়েছেন পুলিশ। জানা যায়, মারিশবনিয়ায় বসতবাড়িতে ঢুকে দুজনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বাহারছড়া মারিশবনিয়া এলাকার তৈয়বার বাড়ি থেকে বিয়ের একদিন পর তার স্বামী নূর কামাল ও ভাইয়ের ছেলে বেলালকে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা।নূর কামাল (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাসিন্দা এবং রঙ্গিখালী এলাকার বাসিন্দা নূর হোসেনের ছেলে বেলাল উদ্দিন (১৮)।

    এবিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোভন কুমার সাহা জানান, অপহরণের বিষয়টা জানার পর পুলিশ অভিযান শুরু করে। সোমবার পুলিশের টিম স্থানীয় লোকজনদের সাথে নিয়ে গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালায়।এতে অপহরণকারীরা ভীত হয়ে দুইজনকে ছেড়ে দেয়। অপহরণ চক্র নির্মূল না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে সাথে নিয়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।